প্রয়াত হলেন শিল্পী ওয়াসিম কাপুর
TODAYS বাংলাঃ প্রয়াত হলেন খ্যাতনামা শিল্পী ওয়াসিম_কাপুর। তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর। কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার বেলা ১১ টা নাগাদ তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পী সমীর আইচ। তিনি বলেন, “ওয়াসিম কাপুর কলেজে আমাদের ঠিক আগের ব্যাচের ছাত্র ছিলেন। ওঁর সঙ্গে আমার বরাবরের ভালো সম্পর্ক। বরাবর ওয়াসিম ছিলেন বামপন্থী। তবে বামপন্থীদের কোনও ত্রুটি দেখলে তিনি সমালোচনা করতে দ্বিধা করেননি। তাঁর ছবি আঁকার বিষয় ছিল মানুষ। বারবার তাঁর ছবিতে যীশু, Mother and Child ফুটে উঠেছে। তাঁর মৃত্যুতে ছবির জগতে একটা বড় শূন্যতার সৃষ্টি হল।