অভিষেকের মৃত্যুর পর তাঁর মেয়ে সাইনা কি বললো?
TODAYS বাংলা; পূর্বা রায়: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে প্রকাশ করলো তার স্বপ্ন ইচ্ছা। মাত্র ১২ বছর বয়সেই এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। বাবার অকাল মৃত্যুর দুঃখ কষ্ট চেপে রেখে প্রতিনিয়ত মা’কে আগলে রেখে চলেছে।


অভিষেক চট্টোপাধ্যায় এর প্রাণ ভোমরা তার মেয়ে সাইনা ওরফে ডল। বাবার পরলৌকিক কাজের ফাঁকে এক সংবাদমাধ্যমকে সে জানিয়েছে বড় হয়ে অভিনেত্রী হতে চাই। তার কথায় ,”আমি অভিনয় করতে পারি কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সুযোগ পাইনি।”

প্রয়াত অভিনেতা এমনটাই চাইতেন তার মেয়ে বড় হয় অভিনেত্রী হোক। এদিন ডলের কথাতে বোঝা গেল সে তার বাবার দেখা স্বপ্নের লক্ষ্যপূরণের পথেই হাঁটতে চলেছে।

এখন আপাতত দক্ষিণ কলকাতার একটি স্কুলে পাঠরত। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী জানান, ‘ ডলের ইচ্ছা অভিনয় করার, ওর বাবাও সেটাই চাইত। ছোট থেকেই ডলের খুব ন্যাক অভিনয়ের প্রতি। ও নিজে যা চাইবে সেটাই হোক, মা হিসেবে আমি এটুকুই চাই।’
