এবার পুজোর প্ল্যান কি অভিনেত্রী সোমার ?
TODAYS বাংলা, শ্রেয়া দাস: অভিনেত্রী ও মডেল দের জীবন খুবই ব্যস্ত হয়ে থাকে কিন্তু তার মাঝেও তারা চেষ্টা করেন পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে। পুজো আসছে মডেল সোমা দে তিনিও নানা শুটের কাজে ভীষণই ব্যস্ত কিন্তু তারও রয়েছে পুজোর কিছু প্ল্যান। কি করবেন এবার পুজোয় সরাসরি জেনে নিলাম তার থেকে
১) পুজোয় কি প্ল্যান ?
উঃ সারাদিন ঘুমিয়ে রাতের বেলা ঠাকুর দেখবো
২) অনলাইন শপিং নাকি কলকাতার মার্কেটে ঘুরে শপিং ?
উঃ অনলাইন শপিং কারণ মার্কেট ঘুরে কেনা কাটার মত সময় হাতে পায়নি
৩) অষ্টমীতে শাড়ি?
উঃ অবশ্যই শাড়ি
৪) পুজোর ৪ টে দিন কিরম কাটাবেন?
উঃ বন্ধুদের সাথে হৈ হুল্লোড় করে সময় কাটাবো।
৫) পুজোয় কলকাতায় নাকি ঘুরতে যেতে ভালো লাগে ?
উঃ কলকাতা ছাড়া পুজো মনে হয় না।