April 20, 2025 | Sunday | 3:57 AM

ইউটিউব ভিডিও করতে এসে গঙ্গার জলে একইসাথে তলিয়ে গেল দুই যুবক

0

TODAYS বাংলা: গঙ্গায় স্নান করতে নেবে একই সাথে জলে তলিয়ে গেল দুই যুবক। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়। জানা যায়, শান্তিপুর দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকার বাগচীর বাগান এলাকা থেকে চার বন্ধু একটি বাইকে করে শান্তিপুর স্টিমারঘাট গান্ধীর ঘাটে ইউটিউব ভিডিও করবে বলে আসে এরপরই চার বন্ধু একি সাথে গঙ্গায় নামে স্নান করতে।

স্নান করতে করতেই একই সাথে দুই বন্ধু হঠাৎ জলে তলিয়ে যায়, জানা যায় জলে তলিয়ে যাওয়া দুই যুবকের নাম আকাশ সরকার, ও রোহন বিশ্বাস দুজনেরই বয়স ১৮ বছর। প্রত্যক্ষদর্শী তার দুই বন্ধু জানাই, জলে তলিয়ে যাওয়া দুই যুবক এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

স্বভাবতই একই সাথে দুই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গঙ্গার ঘাট এলাকায়। খবর দেয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এরপর কিভাবে ওই দুই যুবক জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে।

যদিও গঙ্গার ঘাট সংলগ্ন প্রতিবেশীদের দাবি, এই গঙ্গার ঘাটে প্রাইস জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। গঙ্গার স্নান করার ঘাটটির পরিকাঠামো ঠিকঠাক না থাকায় ঘটছে দুর্ঘটনা।

গঙ্গার ঘাট থেকে স্নান করতে নামতেই বড় বড় গর্ত রয়েছে, অনেকেই সাতার জানেন না, কিন্তু স্নান করতে নেবে ওই গর্তের কারণে ঘটে দুর্ঘটনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *