পুরভোটে এগিয়ে তৃণমূল দখলে হতে পারে আরো সিট
TODAYS বাংলা: ভোট গণনা শুরু হয়েছে গিয়েছে এরই মধ্যে পুরসভার ফলাফল কী হতে চলেছে তার একটি হালকা ইঙ্গিত মিলছে।
একাধিক ওয়ার্ড ইতিমধ্যেই দখল করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে বর্ধমান, সব জায়গায় ঘাসফুলের দাপট। বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে ৯ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।
বর্ধমান পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুমিত কুমার শর্মা ৯ হাজার ১৩৬ ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে কালনায় ৪ ওয়ার্ডের মধ্যে ৩টিতে জয়ী তৃণমূল, একটিতে জয়ী সিপিএম। কালনা পুরসভায় ১ নম্বর ওয়ার্ডে ৪১৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুনীল চৌধুরী। ২ নম্বর ওয়ার্ডে ১৭৫ ভোটে জয়ী সিপিএম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহা। ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সমরজিত্ হালদার ৮২৮ ভোটে জয়ী। ৫ নম্বর ওয়ার্ডে চন্দনা বিশ্বাস, তৃণমূল প্রার্থী ১ হাজার ১৭৫ ভোটে জয়ী হয়েছেন। পাশাপাশি বারাসত, খড়দহ এবং অশোকনগর পুরসভায় এগিয়ে তৃণমূল।