মিতালি এক্সপ্রেস চালু হওয়ায় আশায় বুক বেধেছে বাংলাদেশের পর্যটন ব্যাবসায়ীরা
TODAYS বাংলা: মিতালি এক্সপ্রেস চালু হওয়ায় আশায় বুক বেধেছে বাংলাদেশের পর্যটন ব্যাবসায়ীরা।তারা আশা করছেন এবারে বাংলাদেশ এবং পাহাড়ের মধ্যে পর্যটনের একটা নতুন অধ্যায় তৈরী হবে।বাংলাদেশের প্রচুর মানুষ আছেন যারা পাহাড়ে বেড়াতে আগ্রহী।এবং গোটা বাংলাদেশের মানুষের মধ্যে দার্জিলিংকে নিয়ে একটা আলাদা আগ্রহ আছে।সেই আগ্রহের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের সাথে পর্যটন শিল্পে জড়িত থাকতে আগ্রহী ঢাকা।সেই সঙ্গে ইলিশ মাছ ভারতে পাঠাতেও আগ্রহী ঢাকা।

অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটনের সাথে যারা জড়িত তারাও আগ্রহী ঢাকার সাথে উত্তরবঙ্গের এই নতুন সম্পর্ক নিয়ে।এমনিতেও দার্জিলিং এ বাংলাদেশের প্রচুর মানুষ বসবাস করেন,মিতালি এক্সপ্রেস যদি ঠিকমতো যাওয়া আসা করে তবে তারাও বাংলাদেশ যাতায়াত করতে পারবেন।বাংলাদেশের অধিকাংশ পর্যটকই ভারতে বিশেষকরে উত্তরবঙ্গে বেড়াতে আসতে আগ্রহী।তাই মিতালি এক্সপ্রেস যদি ঠিকমত যাথায়াত করে তবে উত্তরবঙ্গ জুড়ে পর্যটন শিল্পের এক নতুন জোয়ার আসবে বলে মনে করছে উত্তরবঙ্গের পর্যটন মহল।