ব্রাউন সুগার সহ ধৃত মহিলা
TODAYS বাংলা: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনবাত্তি এলাকায় বাস স্ট্যান্ড থেকে ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করল এসওজি এবং এনজেপি থানার পুলিশ।ধৃত মহিলার নাম রুকসানা খাতুন।শিলিগুড়ির ডিএস কলোনির বাসিন্দা।

জানা গিয়েছে, ব্রাউন সুগার নিয়ে মহিলা বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিল।এই খবর পেয়ে স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং এনজেপি থানার পুলিশ সেখানে পৌঁছায়।মহিলার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৬১ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় মহিলাকে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে ডেলিভারি করার উদ্দেশ্য ছিল মহিলার।তবে তার আগেই গ্রেফতার করা হয় মহিলাকে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।