নারী দিবসে মানুষদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে সমাজসেবী বাপন দাসকে
TODAYS বাংলাঃ নারী দিবসে এক অভিনব কর্মকাণ্ড ধরা পরল আমাদের ক্যামেরায় বিশিষ্ট সমাজসেবী বাপন দাস বরাবরই অসহায় মানুষদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন জায়গায় ঠিক তেমনই দৃশ্য মিলল আজ চোপড়া ব্লকের কলাগোচ সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় মহিলা দীর্ঘদিন ধরে পড়েছিল বহু মানুষজন আশপাশ দিয়ে যাতায়াতে নজর পড়লেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে কেউ আসেনি,ঠিক তখনই এগিয়ে আসতে দেখা গেল সমাজসেবী বাপন দাস মহাশয় কে সঙ্গে সিস্টার এন্ড ব্রাদার্স ওয়েলফেয়ার সোসাইটি,ওই মহিলাকে উদ্ধার করে নতুন জামা কাপড় পরিয়ে চোপড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরিচর্যার মধ্য দিয়ে তাকে সম্ভ্রান্ত সম্পন্ন কোন এক আশ্রয়ে রাখার ব্যবস্থা করেছেন বাপন বাবু,তিনি আরো বলেন এ ধরনের কর্মকাণ্ড আরো চলবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মানুষ মানুষের জন্য।