শিলিগুড়িতে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
TODAYS বাংলা: আজ বিশ্ব পরিবেশ দিবস।এই উপলক্ষে শিলিগুড়ির সব ওয়ার্ডেই শুরু হয়েছে বৃক্ষরোপন।শিলিগুড়ির সতেরো,কুড়ি এবং তিরিশ নং ওয়ার্ডে আজ সকাল থেকেই গাছ লাগানো শুরু হয়ে গেছে।শিলিগুড়ির প্রায় সব ওয়ার্ডেই শুরু হয়ে গেছে বৃক্ষরোপন।মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বৃক্ষ রোপনের সূচনা করেন।

আজকের দিনটি গোটা বিশ্বের দরবারে পরিবেশ বাচাও কর্মসূচী হিসাবে পালন করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ বৃক্ষরোপন করা হলেও পিছিয়ে ছিল না শিক্ষা প্রতিষ্ঠানগুলিও।আজ শিলিগুড়ির বিভিন্ন ইষ্কুলেও পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।শিলিগুড়ি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস।ছোট ছোট শিশুরাও পালন করে বিশ্ব পরিবেশ দিবস।