আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস
TODAYS বাংলা: আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষে শিলিগুড়িতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আদিবাসীদের তরফ থেকে। শিলিগুড়িতে এই উপলক্ষে সকাল থেকেই আয়োজন করা হয়েছিল সঙ্গীত এবং নৃত্যোনুষ্ঠানের। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ। তিনি প্রথমে যেসব সাওতালেরা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জেলা সভাপতি নিজেও আদিবাসী মহিলাদের সাথে সাথে নৃত্যের তালে তালে যোগ দেন।

তিনি জানান সাওতাল যুবকেরা দেশের জন্য জীবন দিয়েছেন অনেকেই। আমরা হয়ত অনেকেই তাদের কথা জানি না,তাই আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। আমরা জানি দেশের জন্য অনেক সাওতাল বীর তাদের প্রান বিসর্জন দিয়েছেন আমার পক্ষ থেকে তাদের জন্য শতকোটি প্রনাম। এদিন সিধু কানু এবং অন্যান্য সাওতাল বীরদের কথা নিজেই বলেন জেলা সভাপতি।ভারতের মানুষ এইসব সাওতাল বীরদের কথা মনে রাখবে বলেও জানান তিনি।