নববর্ষে মায়ের আরাধনা
TODAYS বাংলা: আজ বাঙালির অন্যতম সর্বশ্রেষ্ঠ দিন।আজ পয়লা বৈশাখ।বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসবের দিন।


তাই সকাল থেকেই মন্দিরে মন্দিরে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করে মায়ের পূজো দেওয়া,মায়ের কাছে নিজেদের মঙ্গল কামনা করে আর্শীবাদ চাওয়া সবই করলেন শিলিগুড়ির মানুষ।

শুধু বাঙালিই নয়,আজকের এই শুভ নববর্ষের পুন্য দিনে অবাঙ্গালীরাও চলে এসেছিলেন এই উৎসবে গা ভাসিয়ে দিতে।শিলিগুড়ির সব মন্দিরে মন্দিরেই এদিন ছিল থিকথিকে ভীড়।

আজ নববর্ষের শুরুতে মায়ের আর্শীবাদ নিতে মন্দিরে ভীড় ছিল একেবারে দেখবার মতন।ফুল এবং মিষ্টির দোকানে ভীড়ে দাড়িয়ে থাকা যাচ্ছিল না।

আজকে বছরের শুরুর দিনটাকে নিজেদের মত করে গুছিয়ে নিতে সবাই প্রথমে মায়ের কাছে আর্শীবাদ নিতেই গিয়েছিলেন।সবমিলিয়ে গত দুবছরে করোনা আবহের পরে মানুষ আজ যেন নিজেদের মেলে ধরতে চাইছিলেন এই পয়লা বৈশাখের আবহে।
