২৬তম যাত্রা উৎসব শুরু হল
সৌরভ দত্ত:
বাগবাজার ফনীভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে শুরু হল ৩২দিন ব্যাপী ২৬ তম যাত্রা উৎসব ।অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ডাঃ শশী পাঁজা,অতীন ঘোষ ।

১০জন যাত্রা শিল্পীকে শান্তিগোপাল- তপন কুমার সম্মান প্রদান করা হয়।
ঘন্টা বাজিয়ে সূচনা করা হয়। যাত্রা শিল্পীদের সম্মান জানানো হয় ।