দার্জিলিং শিক্ষা জেলার পাঁচটি বিদ্যালয় নিয়ে যুব সংসদ
TODAYS বাংলা: দার্জিলিং শিক্ষা জেলার পাঁচটি বিদ্যালয় নিয়ে যুব সংসদ, প্রবন্ধ রচনা এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা-২০২২ এর শুভ সূচনা করা হল আজকে
শিলিগুড়ি নেতাজী উচ্চতর বিদ্যালয়ের (উঃমাঃ) হলরুমে । প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের এম আই সি এবং কাউন্সিলারেরা।

এদিন উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানান যুবক এবং যুবতীদের মধ্যে এই প্রবন্ধ লেখার প্রবনতা যত বাড়বে ততই সমাজের উন্নয়ন হবে। সাধারন ঘরের যুবক এবং যুবতীদের যেমন প্রয়োজন এই ধরনের অনুষ্ঠানের তেমনি সমাজেও মানুষের প্রয়োজন এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন কিশোর এবং কিশোরীদের কাছেও। এদিনের অনুষ্ঠানে নেতাজী বয়েস ইষ্কুলের প্রায় তিনশোজন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।