April 20, 2025 | Sunday | 7:58 AM

ইউটিউব থেকে কতরকম কারুকার্য করে লোকজন তবে ইউটিউব দেখে অপারেশনঃ এও আবার হয় নাকি?

0

TODAYS বাংলাঃ সোশ্যাল মিডিয়ার যুগে বহু মানুষ রীতিমতো দিনের অনেকটা সময় ব্যয় করেন নানান সামাজিক মাধ্যমের প্লাটফর্ম গুলিতে। তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় ইউটিউব। ইউটিউব যেমন আমাদের মনোরঞ্জন করে পাশাপাশি অনেক কিছু সম্পর্কে নানান তথ্য জানতেও সাহায্য করে।
তা বলে একেবারে হাতে-কলমে কোন ব্যক্তির শরীর কাটাছেঁড়া করে অপারেশন কি সম্ভব ? ইউটিউব দেখে অপারেশন করলে তার মারাত্মক ফল যে কতটা হতে পারে তা জীবন দিয়ে বোঝালেন এক ব্যক্তি। তিনি তার অপারেশনের জন্য একটু কম টাকা খরচ করতে চেয়েছিলেন। তারপরেই দিলেন প্রলোভনে পা, দিলেন নিজের প্রাণ।

দুই ছাত্র একটি লজের ঘরে লুকিয়ে ওই ব্যক্তির যৌন পুনর্নির্ধারণ অপারেশন করতে চেয়েছিলেন। অন্ধ্র প্রদেশের নেলোরে দুইজন ছাত্র ইউটিউব টিউটোরিয়াল দেখে যৌন পুনঃনির্ধারণ সার্জারি করার চেষ্টা করেন, এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুই বি ফার্মা ছাত্রের দ্বারা একটি প্রাইভেট লজে এই জঘন্য প্রক্রিয়াটি করা হয়েছিল। মৃতের নাম শ্রীকান্ত, বয়স ২৮ বছর। তিনি প্রাকাসাম জেলার বাসিন্দা। হায়দ্রাবাদে ছোটখাটো কাজ করে নিজের দিন কাটাতেন। শ্রীকান্ত বিবাহিত কিন্তু কিছুদিন আগেই একা থাকতে শুরু করেন। তার সাথে পরিচয় হয় এই বিফার্মার ছাত্রদের। যাদের কাছে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যৌন পুনঃনির্ধারণ সার্জারির।

তিনি এই অপারেশনের জন্য মুম্বাই যেতে চাইছিলেন, কিন্তু ওই দু-জন ছাত্র জানান যে তারা অনেক কম খরচে করে দেবেন। সেই প্রস্তাবে রাজি হয়ে যান শ্রীকান্ত। অস্ত্রোপচারের জন্য তিনজন একটি প্রাইভেট লজে একটি রুম ভাড়া নেন। মাস্তান ও জিভা নামের ওই দুই ছাত্র ইউটিউবে একটি ভিডিও ফলো করে অপারেশন প্রক্রিয়া চালান। দুর্ভাগ্যবশত অপারেশন চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শ্রীকান্তের মৃত্যু হয়। লজের কর্মীরা ঘরের মধ্যে মৃতদেহ দেখতে পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। আপাতত পুলিশ দুই ছাত্রকে আটক করেছে। প্রাথমিকভাবে শ্রীকান্তের মৃত্যুর কারণ হিসেবে বলা হয় অতিরিক্ত সেডেটিভের ব্যবহার এবং রক্তক্ষরণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *