উন্নয়নী সংঘ- এর এবারের থিম ‘রাজকীয় বাঙালি’
TODAYS বাংলা: উন্নয়নী সংঘ এবারে ৭৪ বর্ষে পদার্পণ করল। আগের বছর তাদের থিম ছিল “শিব ঘরণীর আপন ঘরে”। তবে এবারে তাদের থিম হল ‘ রাজকীয় বাঙালি ‘। তাদের এই থিমের ভাবনার কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পূজা, পুরনো সেই রাজকীয় ভাবে উদযাপিত হওয়া উৎসব আবার ফিরিয়ে আনার চেষ্টা। ১৫ আগস্ট থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। আলোকসজ্জায় পায়ওনির ইলেকট্রিক, শিল্পী হিসেবে রয়েছে সুশোভন শাউ। বিশেষ অনুষ্ঠান হিসেবে বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
