May 9, 2024 | Thursday | 12:56 PM

নদীয়ায় ঝরের তান্ডবে ভাঙ্গলো অভিষেক এর সভা মঞ্চের একাংশ

0

গোপাল বিশ্বাস, TODAYS বাংলা :

প্রবল ঝড় বৃষ্টির কারণে মঞ্চের একাংশ ভেঙ্গে যাওয়ায় ভেস্তে যায় নদীয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও নব জোয়ারে জনসংযোগ কর্মসূচি সাড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার কর্মী সমর্থকরাও প্রবলবৃষ্টি মাথায় নিয়ে জনসংযোগ কর্মসূচিতে পা মেলায়।

এদিন নদীয়ার বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে আয়োজন করা হয় এক জনসভার।

সভা শুরুর আগেই প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেস্তে যায় জনসভা।

দুপুর ঠিক তিনটে নাগাদ শুরু হয় প্রবল ঝর বৃষ্টি, মঞ্চের সামনে তখন কাতারে কাতারে তৃণমূল কর্মীসমর্থম, মঞ্চেও ছিল বেশ কিছু নেতৃত্ব, কিন্তু হঠাৎ এহেন প্রাকৃতিক দূর্যগ হওয়ায় নিমিষেই যেন সব লন্ড ভন্ড হয়ে যায় সভাস্থলেও সাময়িক হুলুস্থুল লাগলেও তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের তৎপরতায় তা সামাল দেওয়া হয়।

সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব রাজীব ব্যানার্জি, তিনি জানান প্রাকৃতিক বিপর্যয়ের কারনে মঞ্চের একাংশ ভেঙ্গে গেছে, বিদ্যুৎ পরিষেবাও ঠিক নেই ফলত এই জনসভার পরিবর্তন করে জনসংযোগ যাত্রা করা হবে, পাশাপাশি তিনি আরও বলেন এখানে কাজ করতে গিয়ে এক শ্রমিক আহত হয়েছে, তাকে চিকিৎসার জন্যও পাঠানো হয়েছে।

পরবর্তীতেও অঝোরে বৃষ্টি চললেও জনসংযোগ কর্মসূচি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃষ্টি উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গাড়িথেকে ছাতা হাতে নিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন,

সেখানেও বৃষ্টি উপেক্ষা করেই রাস্তার দুপাশে দেখাযায় কয়েক হাজার মানুষের ভিড়,

সূত্রের খবর বাদকুল্লায় জনসংযোগ কর্মসূচি সেরে নদীয়ার চাকদার উদ্দেশ্যে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও একইভাবে করবেন নবজোয়ার কর্মসূচি।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed