May 20, 2024 | Monday | 1:53 PM

বড়দিনে আলোর রশনাইয়ে সেজে উঠেছে শিলিগুড়ি

0

TODAYS বাংলা: বড়দিনে সেজে উঠেছে শিলিগুড়ি। শিলিগুড়ির প্রধাননগরের সবচাইতে বড় চার্চে শুরু হয়েছে প্রার্থনা।আজ সকাল থেকেই শিলিগুড়ির প্রধান নগরের সবচাইতে বড় চার্চে মানুষ চলে আসেন প্রভু যীশুর কাছে প্রার্থনা করতে। গীর্জায় গীর্জায় বেজে উঠেছে ঘন্টা।প্রভু যীশুর কাছে প্রার্থনা জানাতে উপস্থিত হয়েছেন আট থেকে আশি বছরের সমস্ত মানুষ।

গীর্জাগুলি গত কয়েকদিন থেকেই সেজে উঠেছে অনেকখানি।শুধুমাত্র গীর্জাই নয় বড়দিন উপলক্ষে শিলিগুড়ির সমস্ত রাস্তায় লাগানো হয়েছে রঙিন লাইট। মেয়র জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব বড়দিন উপলক্ষে গোটা শিলিগুড়ির মানুষকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানিয়েছেন আজকের দিনে আমরা সবাই প্রভু যীশুর কাছে প্রার্থনা করব। প্রভু যীশুর আর্শীবাদ নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব বলে জানালেন জেলা সভাপতি।এদিন বড়দিন উপলক্ষে শিলিগুড়ির সমস্ত দোকানে রেকর্ড পরিমানে বিক্রি হয়ে গেল কেক। একজন কেক বিক্রেতা জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এবারে রেকর্ড পরিমানে বিক্রি হয়েছে বড়দিনের কেক। শিলিগুড়ির বিধান মার্কেটে এইবার কেক বিক্রি গত দশ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়েছে। তাই এবারের বড়দিনের উৎসব শিলিগুড়িকে একটা আলাদা মাত্রা এনে দিল এটা বলতে পারা যায়।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed