May 18, 2024 | Saturday | 11:53 PM

বাঁশদ্রোনী উদয়ন পাঁর্ক এ‍্যাসোসিয়েশন শ্যামাপূজার থিম “যন্ত্রনা”

0

TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।

১. পুজো কমিটির নাম :
বাঁশদ্রোনী উদয়ন পাঁর্ক এ‍্যাসোসিয়েশন
২. কতদিন থেকে পুজোর শুরু আপনাদের?
৫৪ তম বর্ষ
৩. কি থিম?
“যন্ত্রনা”


৪. কেন এই থিমের ভাবনা?
মহিলাদের দৈনন্দিন জীবনে সামাজিক অত‍্যাচারের যন্ত্রণা এবং শুভ দাশগুপ্তের রচিত ও ব্রততী বন্ধ‍োপাধ‍্যায়ের ভাষ‍্যপাঠে ‘আমি সেই মেয়ে’ এর ভাবনার রূপায়ন আমাদের থিমের প্রয়াস।
৫. কালীপুজো কি দুর্গা পূজার মতই দর্শনার্থীদের ভিড় থাকে ?
না।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *