বেহালা মিলন তীর্থ শ্যামাপূজার থিম “সাবেকি”
TODAYS বাংলা: দুর্গা পুজোর পর দেখতে দেখতে কালীপুজোর পালা চলে এলো। মা দুর্গা আসেন এখানে ৫ দিন থাকেন। কিন্তু মা কালী আসেন একদিনেই সব আনন্দ আর রোশনাই নিয়ে আসেন। মা শ্যামা নাকি অন্ধকারের দেবী কিন্তু তার আরাধনার দিনে চারদিকে প্রদীপ, আতশবাজি এর ধুম থাকে। শ্যামার আরাধনায় সব জায়গায় পুজো মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থা করেন। এবারেও কোন পুজো কমিটি কি করেছেন জেনে নেব।

১. পুজো কমিটির নাম
বেহালা মিলন তীর্থ
২. কতদিন থেকে পুজোর শুরু আপনাদের
১৯৯৭ সাল
৩. কি থিম
আমরা সাবেকি নায় বিশ্বাসী , প্রত্যেক বছর আমরা সাবেকি পুজো করে থাকি…


৪. শ্যামা পুজোর কি কি ব্যবস্থা এবারে?
রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এই বৎসরে আমরা দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে , আমরা সংবর্ধিত করেছি পাড়া প্রতিবেশী বয়সজেষ্ট সকলকে