May 19, 2024 | Sunday | 3:34 AM

রমনদীপের অসাধারণ ক্যাচে আইপিএলের সেরা ক্যাচের দাবী!

0

কলকাতা, 5 মে: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের রমনদীপ সিংহ ধরে ফেলেছেন আইপিএলের সেরা ক্যাচ বলে মনে করা হচ্ছে।

লখনউ সুপার জায়ান্টসের ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বল লেগ সাইডে খেলার চেষ্টা করেন আর্শিন কুলকর্নি। বল তাঁর ব্যাটের কানায় লেগে উপরে ওঠে। রমনদীপ কভার এলাকা থেকে পিছন দিকে দৌড়ে গিয়ে বল ধরতে সক্ষম হন।

প্রথমে মনে হচ্ছিল রমনদীপ বলের কাছে পৌঁছতে পারবেন না। কিন্তু তিনি হাল ছাড়েননি। মাঝে এক মুহুর্তের জন্য থমকে গিয়েছিলেন তিনি। কারণ, উল্টো দিক থেকে ছুটে আসছিলেন আন্দ্রে রাসেল। রমনদীপ জানতেন, রাসেল বলের কাছে পৌঁছতে পারবেন না। তাই শেষ মুহূর্তে তিনি ঝাঁপান। দু’হাতে ক্যাচ ধরার চেষ্টা করেন। বল তালুবন্দি করার পরে মাটিতে পড়েন তিনি। তার পরেও বল ছাড়েননি। আউট হয়ে যান কুলকর্নি।

রমনদীপের এই ক্যাচটি দেখে অবাক হয়ে গিয়েছিলেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তিনি বলেছেন, “এটাই কি এ বারের আইপিএলের সেরা ক্যাচ?”

এ বারের আইপিএলে বেশ কয়েকটি ভাল ক্যাচ দেখা গিয়েছে। রবি বিষ্ণোই, অক্ষর পটেল, মাথিশা পাথিরানা, ক্যামেরন গ্রিন দেখিয়েছেন কী ভাবে ক্যাচ ম্যাচের ছবি বদলে দিতে পারে। সেই তালিকায় জায়গা করে নিলেন রমনদীপও।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *