May 18, 2024 | Saturday | 10:05 AM

প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান

0

TODAYS বাংলাঃ দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় প্রকৃতির রোষানলে পড়ে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। রবিবার ওই জওয়ানরা ধসে চাপা পড়েছিলেন। শেষমেশ মঙ্গলবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, মৃত্যু হয়েছে তাঁদের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে। স্থানীয় সেনা ছাউনিতে দেহগুলো নিয়ে আসা হয়েছে। 

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, অরুণাচলের কামেঙ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনার ওই জওয়ানরা। বেশ কয়েক দিন ধরেই ওই এলাকায় দুর্যোগ চলছিল। চলছিল প্রচুর পরিমানে তুষারপাত। সেখানেই রবিবার নিখোঁজ হয়ে যান ভারতীয় জওয়ানরা। টহলদারি চালানোর সময় প্রবল তুষারপাত শুরু হয়। এরপর থেকেই তাঁদের খোঁজ মিলছিল না। এর পরপরই ওই সেনাদের খোঁজে শুরু হয় তল্লাশি। নিখোঁজ জওয়ানদের সন্ধানে আকাশপথেও তল্লাশি চালানো হয়। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে আজ  মঙ্গলবার সেনার তরফে জানানো হল, সাত জনের দেহ উদ্ধার করা হয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, তার উচ্চতা সাড়ে ১৪ হাজার ফুট। গত কয়েকদিন ধরে অরুণাচল প্রদেশের ওই এলাকায় লাগাতার তুষারপাত চলছিল।‌ চিন সীমান্তের কাছেই ওই এলাকা। গত কয়েকদিন ধরেই লাগাতার তুষারপাত চলছে। ওই খারাপ আবহাওয়ার মধ্যেই পাহাড়ি ওই উঁচু এলাকাতে টহল দিতে গিয়েছিলেন জওয়ানরা। সেই সময়ই আচমকা পাহাড়ের উঁচু জায়গা থেকে নেমে আসে বরফের বড় বড় চাঁই। পুরো এলাকা ঢেকে যায় বরফের পুরু আস্তরণে। সেই ধসেই চাঁপা পড়ে প্রাণ হারিয়েছেন সাত জওয়ান

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *