May 20, 2024 | Monday | 12:48 PM

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই দিকে দিকে নানা গোলমাল শুরু

0

TODAYS বাংলা: উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই দিকে দিকে নানা গোলমাল শুরু হয়েছে পাশ না করতে পারা পরীক্ষার্থীদের মধ্যে। এবার পাশ না করতে পেরে রাস্তায় বসে পড়ল শিলিগুড়িল ফূলবাড়ি গার্লস ষ্কুলের স্কুলের পড়ুয়ারা। ফুলবাড়িম মেইন রোড অবরোধ করল তারা। হুমকি দিল, সকলকে পাশ না করালে অনশন করবে। এমনকি আত্মহত্যার হুমকিও দিল পাশ করানোর দাবিতে।


ফুলবাড়ি গার্লসস্কুলের ২৭৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এ বছর। ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি ও অন্যান্য বিষয়ে ফেল করেছে। তাই আজ সকাল থেকে ফুলবাড়ির স্কুলের সামনে ফুলবাড়ি মেইন রোডের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে পড়ুয়ারা। তাদের দাবী গত দুবছর করোনার কারনে বন্ধ ছিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক।অথচ সবাইকে পাশ করানো হয়েছিল।আর এই বছর তারা পরিক্ষা দিয়েও পাশ করতে পারে নি। লজ্জায় তারা বাড়িতে মুখ দেখাতে পারছে না।তাদের দাবী যদি তাদের অবিলম্বে পাশ করানো না হয় তবে তাদের কাছে আত্মহত্যা ছাড়া অন্য কোন পথ থাকবে না। ফুলবাড়ি গার্লস ঈষ্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বলতে গেলে তিনি জানান আমি বড়জোর সবার রেজাল্ট ষ্কুটিনি করতে পাঠাতে পারি।আর আমার কি বা করনীয় আছে?তবুও আমি চেষ্টা করে দেখছি কি করা যায়।এদিন সকাল থেকেই ছাত্রছাত্রীরা অবরোধ শুরু করলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *