May 19, 2024 | Sunday | 5:36 PM

সিকিমের ছলামাথং পর্যটকদের কাছে নিঃসন্দেহে জনপ্রিয় স্পট

0

TODAYS বাংলা: ব্যস্ত কর্ম জীবন থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে অনায়াসে ঘুরতে যাওয়া যেতে পারে সিকিমের ছালামাথাং এ, দক্ষিণ সিকিমের ৫৮০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পর্যটন কেন্দ্র। এখানের বিশেষ বৈশিষ্ট্য হল প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে চাষাবাদ করা হয়।

খড়ের ছাউনি দেওয়া বাড়িতে বসে বসে চা কফির স্বাদ নিতে নিতে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অনুভব করার আনন্দটাই আলাদা। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে প্রকৃতির মনোরম পরিবেশ অনুভব করা যায়।

এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য রক গার্ডেন, ভিউ পয়েন্ট। পাইন ,ফার,দেবদারু গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। এই এলাকায় রয়েছে বহু পুরনো এক ঐতিহ্যশালী মন্দির। মন্দিরটির বয়স হবে আনুমানিক ১৬০ বছর। প্রচুর পর্যটক ওই মন্দিরে গিয়ে থাকেন।

নিউ জলপাইগুড়ি থেকে ছলামাথং এর দূরত্ব ১০৫ কিলোমিটার। গাড়ি রিজার্ভ করে খরচ পড়ে ৪০০০ টাকার উপর। কম খরচে জিপ শেয়ার করে যাওয়া যেতে পারে। সংলগ্ন এলাকায় রয়েছে ভালো ভালো হোমেস্ট। যেখানে কম খরচে খাওয়া-দাওয়া ভালো ব্যবস্থা রয়েছে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *