মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল সিপিএম
TODAYS বাংলা: দুর্নীতিগ্রস্থ তৃণমূল সরকারের অপসারণ চেয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল সিপিএম।
শনিবার শিলিগুড়ির হিলকোর্ট রোডের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবন এর সামনে থেকে মিছিলটি বেরিয়ে হাসমিচক এবং সেবক মোড় হয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে এসে শেষ হয় ।

এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য , জীবেশ সরকার সহ অন্যান্যরা ।মিছিলে অশোক ভট্টাচার্য জানান তৃণমূলের আসল রুপ এখন সবাই দেখে নিয়েছে,মানুষের কষ্টের টাকা তৃণমূল গিলে ফেলছে।আর মুখ্যমন্ত্রী নিজে সব জেনেও চুপচাপ বসে আছেন।

নিজে লক্ষীর ভান্ডার এবং ভাতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে নিচ্ছেন।আর মুড়ি নিয়ে নাটক করছেন।তবে এবারে তৃণমূল কংগ্রেস দলটা একেবারেই শেষ হয়ে যাবে।সেই দিন চলে এসেছে।জীবেশ সরকার জানান সরকার চালাচ্ছে বলে যা খুশী তাই করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।মানুষ এটা মেনে নেবে না। মুখ্যমন্ত্রীকে এর ফল ভুগতে হবে। মুড়ি খেয়ে এদিন প্রতিবাদ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সমস্ত কর্মীরা।