May 20, 2024 | Monday | 5:25 PM

শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে থাকা চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তৃণমূল

0

TODAYS বাংলা: আজ শিলিগুড়ির জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে থাকা চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের দার্জিলিং জেলা কার্যালয় বিধানভবনে সাংবাদিক বৈঠক করেন দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্য়ান অলোক চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের অনুমোদনের ভিত্তিতেই চারটি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতির নাম এদিন ঘোষণা করা হল। আগামী ২৫ জুলাই এই সভাপতি এবং সহ সভাপতিরা নিজেদের মনোনয়ন দাখিল করবেন এবং ওইদিনই নির্বাচনের মাধ্যমে জয়ী হবেন, এমনই আশ্বাস তৃণমূলের।

গত মাসে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে বোর্ড গঠনের প্রক্রিয়া। ২৬ জুলাই মহকুমা পরিষদের বোর্ড গঠন। এবারই প্রথম মহকুমা পরিষদের বোর্ড গঠনের অনুষ্ঠান অর্থাৎ শপথগ্রহণ অনুষ্ঠান শিলিগুড়ি শহরের বাইরে হবে। শিবমন্দিরে বেলা ১টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন সব তৃণমূল নেতৃত্ব বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *