মাদক খাইয়ে সব লুঠ করার কারণে গ্রেফতার দুষ্কৃতী
TODAYS বাংলা: মাদক খাইয়ে সব লুঠ করার কারনে মিঞা খালেক নামে একজনকে গ্রেপ্তার করল কিশানগঞ্জ রেল পুলিশ।গতকাল রাতে এনজেপী হাওড়া কামরুপ এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। এনজেপী থেকে সঞ্জীব চক্রবর্তী এবং তার পরিবার এনজেপী হাওড়া কামরুপ এক্সপ্রেসে কলকাতা যাচ্ছিলেন। ট্রেনটি যখন কিশানগঞ্জে ঢোকে তখন ওই ব্যাক্তি সঞ্জীববাবু এবং তার পরিবারের সাথে কথা বলে তাদের মন জীতে নেন।

পরে ওই মিঞা খালেক এবং তার সঙ্গী জোর করে সঞ্জীববাবুদের চা খাওয়ার কথা বলেন।সঞ্জীববাবু চা না খেতে চাইলে জোর করে চা খাওয়ায় মিঞা খালেক। চা খাওয়ার পরে আচ্ছন্ন হয়ে পড়ে সঞ্জীববাবুর পরিবার।সেই সূযোগ মিঞা খালেক সঞ্জীববাবুর ব্যাগ থেকে নগদ দশহাজার টাকা,দুটি মোবাইল এবং তিনটি এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায়।পরে হুশ এলে সঞ্জীববাবু সব ঘটনা বুঝতে পারেন। এবং কিশানগঞ্জ জিআর পিকে খবর দেন। জিআর পি প্রায় এক ঘন্টার মধ্যে মিঞা খালেক এবং তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে।
