May 9, 2024 | Thursday | 9:29 PM

উৎসশ্রী প্রকল্পে শিক্ষক বদলি ঘিরে বিক্ষোভ ময়নাগুড়িতে

0

TODAYS বাংলা: অভিযোগ রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম গঞ্জের স্কুলগুলি থেকে ক্রমশই শিক্ষক বদলির ঘটনা ঘটে চলেছে গত কয়েক মাস যাবৎ। আর সেই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় হেলাপাকড়ি পদমতি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে। আজ সকালে স্কুল শিক্ষক বদলির বিরুদ্ধে পথে নামে স্কুল পড়ুয়া সহ অভিভাবকরা। এদিন সকাল থেকে স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের অভিযোগ, বিভিন্ন অছিলায় স্কুল থেকে উৎসশ্রী প্রকল্পের মধ্য দিয়ে শিক্ষক বদলি হচ্ছে।

ফলে ক্রমশই স্কুলে শিক্ষক শূন্য হয়ে পড়েছে। যাতে করে সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। এইভাবে সমস্ত স্কুল শিক্ষকরা যদি গ্রামাঞ্চলের স্কুলগুলি থেকে শহরাঞ্চলের দিকে ছুটেন তাহলে গ্রামগঞ্জের স্কুলগুলির শিক্ষাব্যবস্থা ক্রমশই ভেঙে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, করণা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে পড়েছে।

এরপর স্কুল খুলতেই গরমের ছুটি। ফলে পড়াশোনা অনেকটাই পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এদিকে গরমের ছুটি কাটিয়ে উঠতেই স্কুল থেকে ক্রমশ শিক্ষক বদলি হয়ে যাচ্ছে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। শুক্রবারে এই দাবিতে অভিভাবক এবং পড়ুয়া সকলে একত্রিত হয়ে সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
এই বিষয়টি নিয়ে জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শক ( উচ্চমাধ্যমিক) বালিকা গোলে কে প্রশ্ন করা হলে তিনি জানান,”স্কুলে শিক্ষক কম রয়েছে।ইতিমধ্যেই সেই স্কুলে আমাদের প্রতিনিধি গিয়েছেন এবং কথাও বলেছেন। বিষয়টি আমরা দেখছি।দেখা যাক কি করা যায়।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed