May 20, 2024 | Monday | 11:33 AM

দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ কড়া বার্তা দিলেন আজ

0

TODAYS বাংলা: অনেকেই ভাবছেন আমরা দলবিরোধীদের সাথে আছি সেটা একেবারেই মিথ্যা আমরা তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা দলের বিরুদ্ধে যারা গিয়ে নির্দল কিংবা অন্য দলের হয়ে দাড়াচ্ছেন তাদের কোনমতেই প্রশ্রয় দেবো না আজ এই বার্তাই দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

তিনি আরো জানালেন আমরা নিজেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে একটি সাক্ষর করা চিঠি পাঠিয়েছিলাম যেটার উত্তর এসেছে আজকে এবং সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে যারা দলের বিরোধীতা করেছেন তাদের বহিষ্কার করে দিতে।তাই আমরা ফাসিদেওয়া block1 এবং block 2সভাপতিকে বহিষ্কার করলাম।পাপিয়া ঘোষ আরো জানালেন যারা দলের হয়ে কাজ করছেন তাদের একটা ধারনা ছিল আমরা দল বিরোধীদের সাথে আছি.আমরা আমাদের কর্মীদের জানাতে চাই এটা ভুল ধারনা আমরা দলের বিরুদ্ধে যারা চলে গেছেন তাদের সাথে নেই।এদিন পাপিয়া ঘোষ আরো জানালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেকেই গিয়েছিলেন এবং ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন,তাদেরকে অভিনন্দন।তারা জানিয়েছেন জল ছাড়া যেমন মাছ থাকতে পারে না আমরাও তৃণমূল কংগ্রেস ছাড়া থাকতে পারবো না।আমরা তাদের পাশে আছি।এদিন জেলা সভাপতি আরো জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যারা দলের নির্দেশ আমান্য করে নির্দলে যোগ দিয়েছেন তাদের বহিষ্কার করছি।এবং ভবিষ্যতে তাদের নেওয়া হবে কি হবে না তা দল বিচার করবে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *