May 9, 2024 | Thursday | 2:47 PM

জন্মদিনে ছাতা প্রদান বিশেষভাবে সক্ষমদের

0

TODAYS বাংলা,নদীয়া:- গ্রীষ্মের প্রখর রৌদ্র এবং বর্ষার সূচনা লগ্নে কুড়িজন বিশেষভাবে সক্ষমদের সুরক্ষা ছাতা প্রদান কল্যাণী শান্তিপুরের সমাজকর্মী বিশ্বজিৎ রায়।

তার দুই কন্যা এবং স্ত্রী প্রত্যেকের জন্মদিনের এবং তাদের বিবাহ বার্ষিকী এছাড়াও বাড়ির যে কোন অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে তিনি কিছুটা ভিন্ন ধরনের চিন্তাভাবনা করেন। কখনো দুস্থদের বস্ত্র আহারাদি দিয়ে সহযোগিতা কখনোবা প্রচন্ড শীতে নৈশপ্রহরীদের কম্বল দিয়ে।


এবারে তার 39 তম জন্মদিন, তার এবারের আত্মোপলব্ধি বিশেষভাবে সক্ষম যারা মূলত টাই সাইকেল চালিয়ে চলাফেরা করেন, তাদের এক হাত থাকে চেনের মাধ্যমে চাকা ঘোরানোর জন্য অন্যটি ডানদিক বাঁদিক যাওয়ার হ্যান্ডেলে। দুহাত গাড়ি চালানোর কাজে ব্যস্ত থাকার কারণে স্বভাবতই গ্রীষ্ম এবং বর্ষায় মাথার উপর ছাতি ধরার কোনো উপায় থাকেনা।

এ বিষয়ে অভিজ্ঞ এ বিষয়ে অভিজ্ঞ দের সাথে কথা বলে, এক বিশেষ ব্যবস্থা নিয়েছেন তিনি। এর ফলে বিশেষভাবে সক্ষমরা পিছনের সিটের সাথে বেঁধে অনায়াসেই প্রখর রৌদ্রের মধ্যে ছায়া পেতে এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে পারবেন গাড়ি চালানোর সময়েও।

আজ তার শুভ জন্মদিনে
আত্মীয় পরিজন বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বাইগাছি দেবু করের বাগানবাড়িতে। সেখানেই বিশেষভাবে সক্ষম দের কাটা কেক খেয়ে এবছর অভিনব জন্মদিন পালন করলেন তিনি।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed