May 18, 2024 | Saturday | 6:07 PM

দৈনিক সংক্রমণ কমছে রাজ্য তথা দেশে

0

TODAYS বাংলাঃ কমতে কমতে ২৫ হাজারের নীচে নেমে এল দৈনিক সংক্রমণ। পাশাপাশি মৃতের সংখ্যাও পাঁচশোর নীচে নেমেছে। সব মিলিয়ে দেশে করোনাতথ্য আরও কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

সংক্রমণ কমল

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার ২৪৫।গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ দিন সংক্রমণের হার ছিল ২.০৬ শতাংশ। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ্য ৯২ হাজার ৯২ জন। অর্থাত্‍ মোট রোগীর ০.৬৮ শতাংশ রোগী এখন বর্তমানে চিকিত্‍সাধীন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৪০ হাজার ৮২৬ জন।

সংক্রমণ কোথায় কেমন

গত ২৪ ঘণ্টায় যে সব রাজ্যে সংক্রমণ হাজারের ওপরে ছিল, তা একবার দেখে নিন

১) কেরল- ৮,৬৫৫

২) মহারাষ্ট্র- ২,৭৯৭

৩) কর্নাটক- ১,৫৭৯

৪) রাজস্থান- ১,৫০৬

৫) মিজোরাম- ১,১১৯

৬) মধ্যপ্রদেশ- ১,৩২৮

৭) তামিলনাড়ু- ১,২৫২

সুস্থ হলেন আরও ৬৬ হাজার

দৈনিক সংক্রমণ কমার অর্থ দৈনিক সুস্থতাও ক্রমশ কম হওয়া। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৬ হাজার মানুষ সুস্থ হয়েছেন। প্রকৃত সংখ্যাটি ছিল ৬৬ হাজার ২৫৪। ফলে দেশে এখন সুস্থতার সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ১৯ লক্ষ ৭৭ হাজার ২৩৮-এ। সুস্থতার হার বর্তমানে রয়েছে ৯৮.১২ শতাংশে।

মৃতের সংখ্যা কমল

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৯২ মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এর মধ্যেই কেরলের মৃত্যুতথ্য পরিমার্জনের ব্যাপারটা রয়েছে। এর ফলে ভারতে এখন মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ১০ হাজার ৯০৫ জনের। ভারতে মৃত্যুহার বর্তমানে রয়েছে ১.১৯ শতাংশ।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed