April 20, 2025 | Sunday | 1:17 PM

ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে খেলা হবে স্লোগান

0

নুর আইন,মালদা;১৭ফেব্রুয়ারি: এবার ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের মাঠ থেকে আওয়াজ উঠল খেলা হবে। সামনের বছর পঞ্চায়েত নির্বাচনে। এই নির্বাচনে তৃণমূল কর্মীরা খেলা হবে তার ইঙ্গিত দিলেন খেলার মাঠ থেকে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতাননগর কে এম এস ক্লাব আয়োজিত মালেক খান মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। ফাইনাল খেলার মাঠ থেকে খেলা হবে স্লোগান উঠল দর্শকদের মাঝখান থেকে। পাশাপাশি ক্লাবের সম্পাদক ও তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান ও জানান রাজ্য-জুড়ে দিদির উন্নয়ন চলছে। উল্লেখ্য এ দিন সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ময়দানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা কলকাতা একাদশ এবং সুলতাননগর কে এম এস একাদশ মুখোমুখি হয়। কলকাতা একাদশ প্রথমে ব্যাট করে এবং ২৭০ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুলতাননগর কেএমএস একাদশ ১৮৫ রানে অলআউট হয়ে যায়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কলকাতা একাদশ। তাদের হাতে নগদ পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি রানার্স ট্রফি তুলে দেওয়া হলো সুলতাননগর কে এম এস একাদশকে। এদিনের এই ফাইনাল খেলায়
উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয় গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস,শিক্ষা কর্মদক্ষ মনিরুল ইসলাম,জেলা তৃণমূল সম্পাদক জম্মু রহমান।

এই খেলা প্রসঙ্গে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা সুলতান নগর ক্লাবের সম্পাদক বুলবুল খান জানান বিগত ১২ বছর ধরে এই টুর্নামেন্টে হয়ে আসছে। এলাকার মানুষ প্রবল উদ্দীপনার সঙ্গে এই টুর্নামেন্টে দেখতে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মত এবারও আমরা বিজয়ী দলের হাতে নগদ পুরস্কার সহ অন্যান্য পুরস্কার তুলে দিলাম। রাজ্য-জুড়ে পৌরসভা ভোট চলছে। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দিদির উন্নয়ন পশ্চিমবঙ্গের চারিদিকে চলছে। উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। প্রতিবারের মতোই আগামী পঞ্চায়েত নির্বাচনে খেলা হবে। মানুষ এই খেলা খেলবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *