May 12, 2024 | Sunday | 1:51 AM

যুবভারতীতে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ, শহরে খেলবেন সুনীলরা?

0

TODAYS বাংলাঃ চলতি বছরের জুনেই শুরু হচ্ছে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ড। সেইমতো কয়েকটি ম্যাচ কলকাতায় আয়োজন করার জন্য বিড করেছিল ভারতীয় ফুটবল সংস্থা। সহজেই মেলে সম্মতি। তাই বেশ কয়েকটি ম্যাচ পেতে চলেছে যুবভারতী। তবে আদৌ কি শহরে খেলতে পারবেন সুনীলরা? তা এখনও নিশ্চিত নয়।
এই নিয়ে আইএফএফের সাধারণ সচিব কুশল দাস বলেন, “আমরা কলকাতাকে ভেন্যু হিসেবে বিড করেছিলাম। তা গৃহীত হয়েছে। যোগ্যতা অর্জনের জন্য কলকাতার পরিকাঠামোই সেরা। তাছাড়া স্টেডিয়াম, প্র্যাকটিস গ্রাউণ্ড ও থাকার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আমরা আশাকরি জুন মাসের স্বাস্থ্য পরিস্থিতি যেন দর্শকদের অনুমতি দেয় লাইভ খেলা দেখার জন্য।” যারফলে বহুদিন পর যুবভারতীতে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ।

যুবভারতীতে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ, শহরে খেলবেন সুনীলরা?
নিজেদের ঘরের মাঠে সুনীলরা খেলতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি। আগামী ২৪ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ডের ড্রয়ের দিনেই পরিষ্কার হবে সমস্ত কিছু। ভারতের পাশাপাশি এই রাউণ্ডের ম্যাচ আয়োজন করতে চলেছে কুয়েত, মালয়েশিয়া ও উজবেকিস্তানের মতো বেশকয়েকটি দেশ। তবে দেশের মাটিতেই ব্লু টাইগারসদের দেখতে চান ফুটবলপ্রেমীরা

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *