April 20, 2025 | Sunday | 6:21 PM

ফ্রি- ফায়ারের প্রতিদিনের নয়া কোডে আজ কি চমক রয়েছে দেখে নিন!

0

TODAY’S বাংলা: বর্তমানে ভারতে মোবাইল গেমের দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অ্যাডভেঞ্চার মূলক ব্যাটেল রয়্যাল গেম Garena Free Fire।গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোডেড মোবাইল গেমগুলির মধ্যে এটি অন্যতম একটি। ফিচারের কথা বললে, এই গেমে একসঙ্গে ৫০ জন প্লেয়ার অংশগ্রহণ করতে পারেন; আর ১০ মিনিটের যুদ্ধে বিভিন্ন রণকৌশল অবলম্বন করে গেমারদের খেলায় টিকে থাকতে হয়। এর জন্য গেমারদের প্রয়োজন হয় একাধিক ইন-গেম আইটেম যেমন ক্যারেক্টার, স্কিন, উইপন, ডায়মন্ড ব্যান্ডল ইত্যাদি। আগে এই ধরণের ইন-গেম আইটেমগুলি গেমারদের টাকা খরচ করে ইন-ষ্টোর থেকে কিনতে হতো। কিন্তু বিগত কয়েক মাস সংস্থার তরফ থেকে প্রতিদিন রিলিজ করা হচ্ছে ১২ ক্যারেক্টারের রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা কোনোরকম অতিরিক্ত অর্থ খরচ না করেই আইটেমগুলি অর্জন করতে পারবেন। প্রতিদিনই আমরা এই কোডগুলি আপনাদের সামনে তুলে ধরছি। সেক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire-এর রিডিম কোডগুলি।কীভাবে ফ্রি ফায়ার কোড রিডিম করবেন –

১। ওয়েবসাইটে নিজস্ব ইন-গেম আইডি (Google, Facebook, Huawei, VK বা Apple) দিয়ে এন্টার করুন। খেয়াল রাখবেন এখানে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে চলবে না।

২। উপরের যেকোনো একটি রিডিম কোড সঠিকভাবে কপি করে বক্সে পেস্ট করে ‘ওকে’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ʼসাকসেসফুলʼ মেসেজ ভেসে উঠবে। এভাবে আপনার রিডেম্পশন প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইন-মেল সেকশনে রিওয়ার্ডস পৌঁছে যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *