দার্জিলিংয়ের হমারও পার্টির প্রধান অজয় এডওয়ার্ডস সস্ত্রীক অনশনে
TODAYS বাংলা: দার্জিলিং এর অন্যতম হেরিটেজ চা বাগান গুলির মধ্যে অন্যতম কাঞ্চনভিউ চা বাগান। শ্রমিক-মালিক বিবাদের কারণে গত ছয় মাস ধরে এই চা বাগান বন্ধ ছিল।অবশেষে চা বাগান খুলে গেলেও শ্রমিক-মালিক জোট অব্যাহত।


গত 6 অক্টোবর এই চা বাগান বন্ধ হয়ে যায়। এরপর 6 এপ্রিল ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয় 10 দিনের মধ্যে বন্ধ হওয়ার চা বাগান খুলে যাবে।

সেইমতো আজ চা বাগান খুলেছে, কিন্তু মাত্র 15% শ্রমিক কাজে যোগ দিয়েছে। হামারও পার্টির শ্রমিক সংগঠন কাজে যোগ দেয়নি। হামারো পার্টির প্রধান অজয় এডোয়ার্ড শ্রমিকদের স্বার্থে সস্ত্রীক অনশনে বসেছেন।

তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন শ্রমিকদের 9 দফা দাবি মানতে হবে। সর্বদা দেখা যায় পাহাড়ের শ্রমিকরা অবহেলিত। তবে এখন আর সেই বিষয় হবে না। চা বাগানের উপর পাহাড়ের অর্থনীতির নির্ভরশীল। শ্রমিকদের যাতে আর অসুবিধার মধ্যে না পড়তে হয় সেই বিষয়ে জোর দেওয়া হবে। সেই কারণে অনশন চলবে।

অপরদিকে ওই চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে। চা বাগান বন্ধ হলে শ্রমিকদের ক্ষতি হবে। চা বাগান খোলার পর কিছু শ্রমিক কাজে যোগ দিয়েছে। তবে তারা আরও জানিয়েছেন আলোচনার রাস্তা খোলা রয়েছে। তারা শ্রমিক সংগঠনের সাথে আলোচনা করতে প্রস্তুত।