May 20, 2024 | Monday | 3:43 PM

মৃত হাওড়া সিটি পুলিশের পুলিশকর্মী।

0

TODAYS বাংলা: শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃত্যু হল হাওড়া সিটি পুলিশ এর পুলিশকর্মীর।
ট্রাফিক পুলিশের রাস্তায় ধরে রাখার গার্ডরেলের জন্য ট্রেইলারের ধাক্কায় মৃত্যু হল ঐ পুলিশ কর্মীর।


দুর্ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডের গঙ্গা-যমুনা নামে একটি কারখানার কাছে।


দুর্ঘটনায় মৃত ওই পুলিশকর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত তার বয়স ৩৪।
প্রসেনজিৎ সামন্ত-এর বাড়ি বাগনানের বাসিন্দা।
তার একটি ৪ বছরের কন্যা সন্তান রয়েছে।
প্রসেনজিৎ হাওড়া আদালতের ফাস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফ হোসেনের নিরাপত্তারক্ষী ছিলেন।


প্রসেনজিৎ যখন হাওড়া আদালতে ডিউটি করতে যাচ্ছিলেন তখন ট্রেইলারটি রাস্তার ডান দিক থেকে আড়াআড়িভাবে রাখা গার্ডরেল এড়াতে গিয়ে বাম দিকে অনেকটাই সরে আসে তখন প্রসেনজিৎ ট্রেইলারের বাম দিক দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ট্রেইলারটি সজোরে ধাক্কা মারে প্রসেনজিৎ কে, ট্রেইলার এর পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।


হেলমেট থাকা সত্ত্বেও তার মাথা থেঁতলে যায়।
হাওড়া জেলা হসপিটালে তাকে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed