May 11, 2024 | Saturday | 10:42 PM

ভারতের বিশ্বকাপ ফাইনালের ছাড়পত্র লাভ

0

TODAYS বাংলাঃ বুধবার অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে পরপর চতুর্থবার জুনিয়রদের বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়ল ভারতীয় দল। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল। শুরুতে দু’উইকেট হারিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারত। যশ ধুলের শতরান এবং শেখ রশিদের ৯৪ রানে ভর করে ঐতিহাসিক ফাইনালে জায়গা করে নিল জুনিয়র ভারতীয় দল। ভারতবাসীকে আশাহত করে এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। দাদাদের ব্যর্থতা ঘুঁচিয়ে স্বপ্ন দেখাচ্ছে ভাইরা। চার বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলে ছিলেন বাংলার ঈশান পোড়েল। কাকতালীয় ভাবে এবারও দলে রয়েছে বাংলার আরেক পেসার রবি কুমার। চার বছর আগের ইতিহাসের কি পুনরাবৃত্তি হবে?

বুধবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক যশ। কিন্তু অজিদের বোলিং দাপটে শুরুতেই বিপাকে পড়ে যায় ভারত। মাত্র ৩৭ রানে দুই উইকেট হারায় ভারতীয় দল। ৬ রানে ফিরে যান অঙ্গত্রিশ রঘুবংশী। ১৬ রানে আউট হন হর্নুর সিং। এরপরই হাল ধরেন অধিনায়ক যশ ধুল এবং সহ অধিনায়ক শেখ রশিদ। তৃতীয় উইকেটে ২০৪ রান যোগ করে এই জুটি। ১১০ রান করেন দলের নেতা যশ। একটুর জন্য শতরান হাতছাড়া হয় রশিদের। ৯৪ রান করে আউট হন ভারতের সহ অধিনায়ক। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে ভারত। জবাবে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ১৯৪ রানে। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। দলের মেরুদণ্ড টিগ উইলিকে ৩ রানের মাথায় ফিরিয়ে দেন রবি কুমার। এরপর একে একে ফিরে যান ক্যাম্পবেল, মিলাররা। ভিকির স্পিনের সামনে আত্মসমর্পণ করে অস্ট্রেলিয়া। তিন উইকেট নেন ভারতীয় স্পিনার। আরও একবার জুনিয়রদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারত।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed