May 7, 2024 | Tuesday | 3:31 AM

মুক্তি পেয়ে গেল স্নেহা কাঁড়ার এবং সৌরনীল সিংহ পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি Insane

0

TODAYS বাংলা: মানসিক ভারসাম্যহীন, বিকৃত মানসিকতা, পাগল, উন্মাদ এই সমস্ত শব্দগুলো আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে কিছু মানুষকে উদ্দেশ্য করে বলি। তাদের আচার-আচারণ, কথাবার্তার মধ্যে স্বাভাবিকতার লেশ মাত্র থাকে না তাই।

সমাজ এই ধরনের মানুষকে কখনোই সুস্থ বলবে না। কিন্তু যদি এমনটা হয়, যে মানুষটার কথাবার্তা বা আচার-আচারণ মোটামুটি স্বাভাবিকের মতোন বা সে তথাকথিত উন্মাদ বলতে যেমনটা বুঝি তেমন নয় তাহলে তাকে স্বাভাবিক বলা চলে? কিছু ক্ষেত্রে হয়তো না। তাদের দেখলে যেমন বোঝার উপায় থাকে না ঠিকই কিন্তু তাদের চিন্তাভাবনা বা কিছু কাজকর্ম যা মোটেই একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষের মতো না। ঠিক এরকম এক মানুষের গল্প বলেছে সদ্য মুক্তি প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্যের ছবি Insane।


এই ছবিতে মানসিক বিকারগ্রস্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা দেবপ্রিয় সাধুখাঁ। তাঁর অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে মানসিক ভাবে চাপ নিতে নিতে, সমাজ থেকে বহিষ্কৃত হতে হতে আজ এসে অসুস্থ মানসিকতার জন্ম দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাদের ‘মানসিক রোগী’ বলে। এইরকম একটা চরিত্র করতে গিয়ে অনেক অভিনেতাকেই বেগ পেতে হয়, দেবপ্রিয় সাধুখাঁকেও পেতে হয়েছে।

পরিচালক স্নেহা কাঁড়ার জানান, “ওকে যখন এই চরিত্রের জন্য বলি, ও খুবই আনন্দিত হয়। কারণ এরকম এক চরিত্রে অভিনয় করা অনেক অভিনেতাই চায়। তবে ও কিছুটা চাপও নিয়েছিল, কিভাবে চরিত্রটি ফুটিয়ে তুলবে, আদৌ পারবে কিনা এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু ও খুব সময় দিয়ে চরিত্রের ভারটাকে বোঝে, পড়াশোনা করে, একটু একটু করে নিজেকে এই চরিত্রের জন্য তৈরি করে।” অন্যদিকে আরেক পরিচালক সৌরনীল সিংহ জানান, “দেবপ্রিয়কে আমি এবং স্নেহা এই চরিত্রের জন্য চরিত্রটির কিছু বৈশিষ্ট্য বলি, যাতে সেগুলো ও কাজে লাগাতে পারে।

ও খুব সুন্দর করে সেগুলো চরিত্রের মধ্যে আনে, নিজের কিছু চেষ্টাও করে যা আমরা ওকে ওই চরিত্রের জন্য রাখতেও বলি। বুঝতে পারি, ও চরিত্রের গভীরতাটা ধরতে পেরেছে। তারপর আসতে আসতে অনেকগুলো ওয়ার্কশপ করে দেবপ্রিয় নিজেকে বিজিত চরিত্রে গড়ে তুলেছিল।”


ছবিটি দেশ-বিদেশের কিছু চলচ্চিত্র উৎসবে স্থান পায়। ইংল্যান্ড, গ্রীস, বাংলাদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে ছবিটি দেখানো হয়। অবশেষে গত ১৫ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিনে ছবি মুক্তি পায় MX Player এবং Hungama Play এই দুটি ওটিটি প্ল্যাটফর্মে। ছবিটি ইতিমধ্যেই অনেক মানুষ পছন্দ করছেন এবং ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *