May 11, 2024 | Saturday | 10:34 PM

এবারে আইপিএল আয়োজিত হবে ভারতেই

0

TODAYS বাংলাঃ বৃহস্পতিবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন যদি না কোভিড লাগামহীনভাবে ছড়িয়ে পড়ে তা হলে আসন্ন আইপিএল আয়োজিত হবে ভারতেই।

নতুন দুই ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস এবং আহমেদাবাদ আট দলের লিগে যুক্ত হওয়ায় আসন্ন আইপিএল-এ ৭৪টি ম্যাচ আয়োজিত হতে চলেছে। বিশ্বের সব থেকে বেশি গ্ল্যামারাস এবং মিলিয়ন ডলার লিগের পঞ্চদশ সংস্করণের জন্য নিলাম হবে বেঙ্গলুরুতে।মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন সেই নিলামে।

স্পোর্টসস্টারকে একটি সাক্ষাত্‍কারে কিংবদন্তি ক্রিকেটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, মুম্বই এবং পুনেতে ২০২২ আইপিএল-এর লিগ পর্বের ম্যাচগুলি আয়োজিত হবে। নক আউট পর্বের ম্যাচ কোথায় খেলা হবে তা পরে জানাবে বোর্ড। মহারাজের কথায়, “এটা (আইপিএল ২০২২) ভারতেই আয়োজিত হবে এই বছর যদি না কোভিড লাগামছাড়া ভাবে বেড়ে যায়। এখনও পর্যন্ত এটাই ঠিক করা হয়েছে যে এ বারের আইপিএল ভারতে আয়োজিত করা হবে। আমার মহারাষ্ট্রে (মু্ম্বই এবং পুনে) ম্যাচ আয়োজন করার কথা ভেবেছি। নক-আউট পর্ব কোথায় খেলা হবে তা আমরা জানাব।”

উল্লেখ্য, মুম্বইয়ে তিনটি স্টেডিয়াম রয়েছে। সেগুলি হল ওয়াংখেড়ে, ডি ওয়াই পাটিল এবং ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া, ব্র্যাবোর্ন। পুনেতেও একটি স্টেডিয়াম রয়েছে। লিগ পর্বের জন্য চারটি স্টেডিয়ামে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ আয়োজন করতেই পারে বিসিসিআই।

এর আগে টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নক আউট পর্ব আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই। সেই রিপোর্ট থেকে এও জানা গিয়েছে স্টেডিয়ামে ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতিও পেতে পারে। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলা বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয় এই লিগ চলবে দু’মাস ধরে। গত সপ্তাহে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন মে মাসের শেষ পর্যন্ত চলবে এই বারের সংস্করণ।

দেশের মাটিতেই শুরু থেকে আইপিএল আয়োজন করার জন্য মরিয়া ছিল বোর্ড। কিন্তু চলতি মাসের শুরুর দিকে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির দিকে লক্ষ্য করে বিসিসিআই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করছিল। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার কথা ভাবাও হয়েছিল। তবে, দেশে ফের কোভিড নিয়ন্ত্রণে আসায় ঘরের মাঠেই বিশ্ব ক্রিকেটের গ্ল্যামারাস লিগ আয়োজন করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। বিসিসআই প্রস্তুত, এখন করোনা গ্রাফ নিয়ন্ত্রণে থাকলে ভারতেই হবে আইপিএল।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed