April 20, 2025 | Sunday | 3:28 AM

রান্নার গ্যাস মাত্রাছাড়া মধ্যবিত্তের মাথায় হাত

0

TODAYS বাংলাঃ রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে পড়বে এমনটা আগেই টের পাওয়া যাচ্ছিল। বিশেষ করে জ্বালানি, রান্নার গ্যাস ইত্যাদির উপর এর প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যাবে বলে আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কাকেই সত্যি করে মঙ্গলবার গ্যাস সরবরাহকারী সংস্থার তরফ থেকে যে দাম প্রকাশ করা হয়েছে তাতে লক্ষ্য করা গেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির।
মঙ্গলবার অর্থাত্‍ ১ মার্চ থেকে নতুন যে দাম কার্যকর করা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১০৮ টাকা। তবে এই দাম বৃদ্ধির ক্ষেত্রে আপাতত স্বস্তি বাড়িতে যে রান্নার গ্যাস ব্যবহার করা হয় তার ক্ষেত্রে। চলতি মাসের শুরুতেই যে ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে তা হলো বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাত্‍ ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের।

মার্চ মাসে নতুন দাম ধার্য করার পর ১৯ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম দিল্লিতে দাঁড়িয়েছে ২০১২ টাকা। গত মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা। কলকাতায় গত মাসে এই বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৮৭ টাকা, চলতি মাসে এর দাম দাঁড়িয়েছে ২০৯৫ টাকা। মুম্বইয়ে যেখানে এই ধরনের সিলিন্ডারের দাম ছিল ১৮৫৭ টাকা, তা এখন হলো ১৯৬৩ টাকা।

এ ক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সরাসরি সাধারণ মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না। সরাসরি প্রভাব ফেলবে না এটা অবশ্যই ঠিক। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এর প্রভাব প্রত্যেক মানুষের উপরে পড়বে কোন না কোনভাবে। সাধারণত এই রান্নার গ্যাসের দাম বাড়া অথবা কমা নির্ভর করে থাকে বিশ্ববাজারের দামের উপর।

বিশ্ববাজারের এই দামের উপর নির্ভর করে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়ে থাকে সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে। দাম নির্ধারণ করার ক্ষেত্রে গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে নানান পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তবে গৃহস্থালিদের জন্য সুখবর এটাই যে গত বছরের ৬ অক্টোবরের পর থেকে কোন পরিবর্তন হয়নি ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *