অন্নপ্রাসনের দিন গলায় ভাত আটকে মর্মান্তিক মৃত্যু এক শিশুর
TODAYS বাংলা: অন্নপ্রাসনের দিন গলায় ভাত আটকে মর্মান্তিক মৃত্যু এক শিশুর। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা।আজ সকালে শিশুটিকে অন্নপ্রাসনের ভাত খাওয়ানোর সময় শাসনালীতে ভাত আটকে গিয়ে মৃত্যু হয় ওই শিশুটির।শিশুটির সাথে এই দুর্ঘটনায় তার বাবা মা কার্যত বোবা হয়ে গেছেন।

জানা গেছে শিশুটি সর্দি কাশীতে ভুগছিল। আজ তার মুখেভাতের দিন ভাত খাওয়ানোর সময় তার শাসনালীতে ভাত আটকে যায়। তাড়াতাড়ি তাকে ডাক্তারখানাতে নিয়ে যাওয়ার পরেও শেষ রক্ষা হয় নি।