May 16, 2024 | Thursday | 8:33 PM

ঊষা উত্থুপের আত্মজীবনী প্রকাশ কোলকাতার অক্সফোর্ডের

0

TODAYS বাংলাঃ গানকে তিনি ভালোবাসেন আর ভালোবাসেন শহর কলকাতার(Kolkata) মধ্যে লুকিয়ে থাকা প্রাণের স্পন্দনকে। তাই তিনি বারবার বলেন “কলকাতা কলকাতা ডোন্ট ওরি কলকাতা আমরা তোমারই কলকাতা”। তিনি ক্যুইন অফ ইন্ডিয়ান পপ উষা উত্থুপ(Usha Uthup)। ৩ মার্চ ২০২২ কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে(Oxford Book Store) তাঁর আত্মজীবনী(Biography) প্রকাশ পেল।

উষা উত্থুপের (Usha Uthup) আত্মজীবনীর নাম ‘দ্য ক্যুইন অফ ইন্ডিয়ান পপ'(The Queen of Indian Pop)। হিন্দিভাষী লেখক বিকাশ কুমার ঝা (Vikash Kumar Jha), গায়িকা উষা উত্থুপ (Usha Uthup)এর বায়োগ্রাফি লেখেন।পরে এটি অনুবাদ (Translate) করেন তাঁরই কন্যা সৃষ্টি ঝা (Srishti Jha)।
কলকাতার(Kolkata) সাথে ঊষার যোগাযোগ সেই অতীত কাল থেকেই। এই শহর তাঁর বড্ড প্রিয়, তাঁর নিজের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে, একথা অক্সফোর্ড বুক স্টোরে আবারও স্বীকার করলেন গায়িকা। বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় জুড়ে ঊষা উত্থুপের ছোটবেলার স্মৃতিচারণার কথা। অক্সফোর্ডের সান্ধ্য আড্ডায় নস্টালজিক ঊষা বললেন, ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর কথা। কখনও আবার সমুদ্রের জলে মিশে যাওয়ার ইচ্ছেটাও ধরা দিল অকপটে। দর্শকের অনুরোধে ‘স্কাইফল’, ‘ডার্লিং’ গেয়ে শোনালেন। এমনকি বাদ গেলোনা পুষ্পা ছবির বাংলা গান শোনার আবদারও। ছেলেকে সঙ্গে নিয়ে হাসিমুখে নিজের বই প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনে এসে, চেনা ছন্দেই ধরা দিলেন সকলের প্রিয় গায়িকা উষা উত্থুপ( Usha Uthup)।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *