শিলিগুড়ির জায়গায় জায়গায় উচ্চমাধ্যমিক ফেল করা ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছে
TODAYS বাংলা: সরকারের জন্যই ছাত্রছাত্রীদের এই অবস্থা।আজ শিলিগুড়ির জায়গায় জায়গায় উচ্চমাধ্যমিক ফেল করা ছাত্রছাত্রীদের বিক্ষোভ চলছে।বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাতেই।আজ এর জন্য রাজ্য সরকারই সবচাইতে বেশী দায়ী।কি উত্তর আছে সরকারের কাছে।আজ ছাত্রছাত্রীরা ফেল করবার জন্য দায়ী করছে সরকারকেই।

তাদের যুক্তি তো ফেলবার নয় কিভাবে গত দুবছর পরিক্ষা না দিয়েও ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হল,আর এবারে ছাত্রছাত্রীদের ফেল করানো হল।রাজ্য চাকরি নেই,পড়াশোনার অবস্থা শোচনীয়।একটা রাজ্যের শিক্ষা এবং সাস্থ্যের যখন এই অবস্থা তখন এই রাজ্য চলবে কিভাবে?অশোক ভট্টাচার্য্য আরো জা নান এবারের উচ্চমাধ্যমিকের অকৃতকার্য ছাত্রছাত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী কি ভাবছেন তা মুখ্যমন্ত্রীর জনসাধারনের কাছে পরিষ্কার করা উচিত।না হলে একটা ভবিষ্যত প্রজন্ম নষ্ট হয়ে যাবে।আর এর জন্য দায়ী থাকবেন রাজ্য সরকার।তিনি আরো জানান বহু ছাত্রছাত্রী ভালো পরিক্ষা দিয়েও আশানুরূপ ফলাফল করতে পারেন নি,তাদের ক্ষোভ থাকাই উচিত। কিন্তুু রাজ্য সরকার কোনমতেই তাদের দায় এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর উচিত এখনই ব্যাবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে।