May 16, 2024 | Thursday | 11:35 AM

ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়

0

TODAYS বাংলাঃ ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায় (West Bengal Weather Update)। শীত শেষ হলেও দেখা মিলছে না অন্য ঋতুদের, এখন যেন একটাই কাল সেটা বর্ষাকাল। বৃষ্টি এ বারে আর পিছু ছাড়বে না বঙ্গবাসীর। এমনকী ফেব্রুয়ারি মাসের শেষেও মেঘলা আকাশ। এক দিন রোদ উঠলেই, পরের দিন আবারও মেঘে ঢেকে যাচ্ছে, ফলে বিরক্ত সাধারণ মানুষও।

কিন্তু তাতে কী! ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যজুড়ে।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ, রবিবার বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস ছিল। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন আংশিক মেঘাচ্ছন্নও থাকবে কলকাতার আকাশ। সেই মতই কেটেছে আজকের দিনটা। রাজ্যে পুর নির্বাচনের দিনে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির হতে দেখা গিয়েছে আজ।
দুর্ভোগের মুখে রাজ্য, ধেয়ে আসছে বজ্র-বিদ্যুত্‍ সহ ঝড়বৃষ্টি, সাবধান বার্তা হাওয়া অফিসের
এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া ছিল কলকাতার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

একে পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে পূবালি হাওয়ার সংঘাত। তার জেরেই অসময়ে অকালবৃষ্টি হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতাতেও। উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। জানা গিয়েছে, মঙ্গলবার অর্থাত্‍ ১ মার্চ থেকে আবারও হাওয়া বদল হতে পারে বঙ্গে। ৪ মার্চ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার রাজ্যজুড়ে অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ারও দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আংশিক মেঘলা আকাশ।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। আর এর ফলে প্রথম প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতে। যে কারণে দিনভর বৃষ্টি, সেইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ ও মুজাফফরাবাদে। তুষারপাতের সম্ভাবনা হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও।

দুর্ভোগের মুখে রাজ্য, ধেয়ে আসছে বজ্র-বিদ্যুত্‍ সহ ঝড়বৃষ্টি, সাবধান বার্তা হাওয়া অফিসের

দুর্ভোগের মুখে রাজ্য, ধেয়ে আসছে বজ্র-বিদ্যুত্‍ সহ ঝড়বৃষ্টি, সাবধান বার্তা হাওয়া অফিসের
এদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও বাকি জেলায় সোমবার থেকে পরিষ্কার আকাশ থাকবে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *