May 20, 2024 | Monday | 5:33 PM

প্লে-অফ ম্যাচের আগে ইডেন পরিদর্শনে সৌরভ

0

TODAYS বাংলা, সৌরভ দত্ত:কয়েকদিন আগেই ইডেনের প্রস্তুতি দেখে গিয়েছিলেন বোর্ডের একটি প্রতিনিধি দল। এবার পরিদর্শনে এলেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আর মাত্র ১১ দিন পরই ব্যাক টু ব্যাক দুটো প্লে অফের ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। তার প্রস্তুতি পর্ব দেখতে বৃহস্পতিবার ইডেনে গিয়েছিলেন সৌরভ। পুরো স্টেডিয়াম ঘুরে ব্যবস্থাপনা দেখেন।

উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর সঙ্গে আলোচনায়ও বসেন সৌরভ। ২৪ এবং ২৫ মে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ আছে কলকাতায়। আইপিএলের প্লে অফে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।


করোনা পরিস্থিতির পর যা প্রথম। শেষ দু’বার প্রায় ৭৫ শতাংশ দর্শক নিয়ে ইডেনে ম্যাচ হয়েছিল। তাই এবার বাড়তি প্রস্তুতি এবং সতর্কতা। কলকাতা নাইট রাইডার্স কার্যত ছিটকে গিয়েছে। ইডেনে খেলার কোনও সম্ভাবনা নেই।

একমাত্র গুজরাট টাইটানস এখনও পর্যন্ত শেষ চারের টিকিট সংগ্রহ করেছে। লখনউ প্রায় পাকা। বাকি দুই দল এখনও নিশ্চিত হয়নি। কিন্তু আইপিএলের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে। সকলে অপেক্ষায় আছে।

কলকাতা নেই, ইডেনে খেলার সম্ভাবনা নেই ধোনি, রোহিতেরও।‌ কিন্তু কলকাতার ক্রিকেটপ্রেমীদের উৎসাহে খামতি নেই। দীর্ঘ তিন বছর পর আইপিএলের ম্যাচ হবে ইডেনে। তাতেই তাতছে শহর।একটি আলোর প্রদর্শনী থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত থাকার জন্য।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *