রাজ্যের করোনা আপডেট
TODAYS বাংলাঃ রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা নামল ১০০-র নিচে। শনিবার যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১০২, রবিবার তা কমে হয়েছে ৯০। তিনদিন মৃত্যু শূন্য থাকার পরে এদিন ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে, ৯৮.৮৭%। শনিবারেও সুস্থতার হার ছিল ৯৮.৮৬%। এদিন পজিটিভিটি রেট সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ০.৪২%।
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ৮৬২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১,১৮০। এদিন ২ জনের মৃত্যু হয়েছে। গত তিনদিন রাজ্যে কারও মৃত্যু হয়নি করোনা আক্রান্ত হয়ে।
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২ (৩), কোচবিহারে ১ (৩) , দার্জিলিং ৪ ( ২), কালিম্পং ০ (১) , জলপাইগুড়ি ৩ (৩), উত্তর দিনাজপুরে ১ (২), দক্ষিণ দিনাজপুরে ৩ ( ২), মালদহ ৫ (২), মুর্শিদাবাদ ১ (১), নদিয়া ৪ (২), বীরভূম ২ (৬), পুরুলিয়া ১ (১), বাঁকুড়ায় ৩ (৩), ঝাড়গ্রাম ১ (২), পশ্চিম মেদিনীপুর ৪ (৩), পূর্ব মেদিনীপুর ১ (৫), পূর্ব বর্ধমান ২ (৬), পশ্চিম বর্ধমান ২ (৫), হাওড়া ৩ (৭), হুগলিতে ৬ (৩), উত্তর ২৪ পরগনায় ১৮ (১৮), দক্ষিণ ২৪ পরগনায় ৯ (১১) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১৮), দুনম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৯), তিন নম্বর হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান (৬)
এদিন উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কারও মৃত্যু না হলেও কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। মালদহে শুধু মাত্র ১ জন সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে। বাকি জেলাগুলিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে।
এদিন সারা রাজ্যে পরীক্ষা হয়েছে ২১,২১০ টি। শনিবার পরীক্ষা হয়েছিল ২৩,২৭৬ টি। । এদিনের আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩। পজিটিভিটি রেট ০.৪২%। শনিবার পজিটিভিটি রেট ছিল ০.৪৪%।
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৯৯,০১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৭৫৩৫ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫,৫৪৭ জন। তৃতীয় ডো়জ পেয়েছেন ৫৯৩৩ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন ভ্যাকসিনের ডোজ ১২, ৯৯, ২৬, ৫৬১। এদিন ভ্যাকসিন সেন্টার ছিল ২৪৩১ টি।