May 18, 2024 | Saturday | 4:13 PM

করোনার পর প্রথম মাধ্যমিক পরিক্ষা কেমন হচ্ছে আর কি কি বাধানিষেধ জেনে নিন!

0

TODAYS বাংলাঃ আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। কোভিডবিধি মেনে সব পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। নকল রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা শৌচালয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা। পাশাপাশি মোবাইল নিয়ে হলে ঢুকতে পারবেন না পরিদর্শকরা।

প্রসঙ্গত, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজ বেলা ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর তিনটে অবধি। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, কোভিডের জেরে ২০২১ সালে পরীক্ষা হয়নি। কার্যত দীর্ঘ দুই বছর পর অফলাইন মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *