May 18, 2024 | Saturday | 1:28 PM

গোটা দেশজুড়ে ভারত বনধ সোম ও মঙ্গলবার

0

TODAYS বাংলা: সোম এবং মঙ্গলবার দু’দিনের ভারত বনধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন, ব্যাংক কর্মচারী সংগঠন-সহ বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ কেন্দ্রীয় সরকারের বিবিধ নীতির প্রতিবাদে।
শ্রমিক সংগঠনগুলো এই বনধের সিদ্ধান্ত নেয় ২২ মার্চ।


কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, জনবিরোধী কারণে এই বনধ ডাকা হয়েছে।ব্যাংক কর্মচারী সংগঠনগুলোও বনধে সামিল হয়েছে ২০২১ সালের ব্যাংক আইন সংশোধনী বিল এনে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়ার কারণে।


সড়ক, পরিবহণ এবং বিদ্যুত্ কর্মীরাও ধর্মঘটে শামিল হবেন বলে জানিয়েছেন এই কর্মসূচিতে।
রেল এবং প্রতিরক্ষা ক্ষেত্রের শ্রমিকরাও ধর্মঘটে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

কয়লা, ইস্পাত, তেল, টেলিকম, পোস্টাল, আয়কর, তামা, এবং বিমা ক্ষেত্রের কর্মীরাও জানিয়েছেন তাঁরা এই ধর্মঘটে যোগ দিতে চান।


দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, এই বনধে ব্যাংক পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মঘটের দিনগুলোয় ব্যাংক পরিষেবা চলবে অত্যন্ত সীমিত আকারে।


তবে, পশ্চিমবঙ্গে বনধের প্রভাব পড়ার সম্ভাবনা কম। কারণ, রাজ্য সরকার নির্দেশ জারি করে জানিয়েছে, সমস্ত অফিস খোলা থাকবে। অফিসে না-এলে কর্মীদের একদিনের বেতন অথবা কর্মজীবনের একদিন বাতিল বলে গণ্য হবে। এমনকী, উপযুক্ত কারণ দর্শাতে না-পারলে কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।
জোর করে বনধ করার চেষ্টা হলে আইনগতভাবে কড়া হাতে মোকাবিলা করা হবে বলেই সরকারের তরফে জানানো হয়েছে।
রাজ্যে ক্ষমতায় আসার পরই তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছিল, তারা বনধের রাজনীতি সমর্থন করে না।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *