স্ত্রীকে সন্মান দিয়ে তারই নামাঙ্কিত পুরষ্কার শিলিগুড়ির কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র
TODAYS বাংলা: স্ত্রী মীরা ভট্টাচার্য্য প্রয়াত হয়েছেন প্রায় একবছর হয়ে গেল।আজ স্ত্রীকে সন্মান দিয়ে তারই নামাঙ্কিত পুরষ্কার শিলিগুড়ির কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।তিনি আজ প্রথমে সংম্বর্ধনি দিলেন হায়দারপাড়া বুদ্বভারতী ইষ্কুলের রীমাআ হালদারকে।

তারপর একে একে সব কৃতি ছাত্রীরা আসেন শিলিগুড়ির প্রাক্তন মেয়রের বাড়িতে।এদিন অশোক ভট্টাচার্য্য প্রত্যেক কৃতিদের হাতে পুরষ্কার ছাড়াও তুলে দিলেন তিনহাজার টাকা।তিনি জানালেন এদের সবার অবস্থা ভালো নয়,একটু টাকা পয়সা পেলে এরা হয়ত একটু ভালোভাবে বেচে থাকতে পারে।তাই আমার সাধ্যমত আমি ওদের সাহায্য করলাম। ভবিষ্যতেও আমি ওদের পাশে থাকব বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র।