April 28, 2024 | Sunday | 7:31 PM

স্মার্টফোন ব্যাবহারকারীদের জন্য আসছে খুশির খবর, শ্রীঘ্রই আসতে চলছে ক্যালেন্ডার প্ল্যান

0

TODAYS বাংলা : DoT এর কাছ থেকে নির্দেশ পাওয়ার পর প্রতিটি বেসরকারি সংস্থা নতুন করে একমাসের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এতদিন পর্যন্ত কোনও বেসরকারি সংস্থার এক মাসের রিচার্জ প্ল্যান ছিল না। যে প্ল্যানগুলি ছিল সেগুলি সবই ছিল 28 দিন, 56দিন, 84 দিন ইত্যাদি। কিন্তু এবার থেকে সব বেসরকারি সংস্থা ক্যালেন্ডার প্ল্যান লঞ্চ করেছে।এই প্ল্যানটি মূলত একটি 30 দিনের প্ল্যান। অর্থাৎ, ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি চলতি মাসের 15 তারিখ কোনও একটি ক্যালেন্ডার প্ল্যান দিয়ে রিচার্জ করলেন, তাহলে তাঁর ক্ষেত্রে ওই ব্যক্তিকে ফের পরের মাসের 15 তারিখেই রিচার্জ করতে হবে। অর্থাৎ অন্য প্ল্যানগুলির ক্ষেত্রে যেমন 28দিন অন্তর রিচার্জ করতে হয়, এক্ষেত্রে 30 দিন পরেই রিচার্জ করতে হবে।

Reliance Jio 259 রিচার্জ প্ল্যান-
এই প্ল্যানের মাধ্যমে ব্যবহারকারীকে মোট 30 দিন ব্যবহারের সুবিধা দেওয়া হবে। এছাড়াও প্রতিদিন 1.5GB করে ডেটা ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। সঙ্গে যে কোনও নম্বরে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100টি করে ফ্রি SMS ব্যবহারের সুবিধা দেওয়া হবে।

Airtel 319 রিচার্জ প্ল্যান-
319 টাকার প্ল্যানটিও Airtel-এর একটি ক্যালেন্ডার প্ল্যান। এ্রর মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন 2GB করে ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন। এর সঙ্গে দৈনিক 100টি করে ফ্রি SMS এর সুবিধা পাবেন ব্যবহারকারী। সঙ্গে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এর সঙ্গে 296 টাকারও একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। এটাও একটি ক্যালেন্ডার প্ল্যান। যার ভ্যালিডিটি 30 দিন। এই প্ল্যানে মোট 25 GB ডেটা পাবেন ব্যবহারকারী। সঙ্গে 100 টি করে ফ্রি SMS এর সুবিধা পাওয়া যাবে।

Vi 195, 319, 337 মোবাইল রিচার্জ প্ল্যান-
Vi-এর মোট তিনটি ক্যালেন্ডার প্ল্যান রয়েছে। কোন প্ল্যানে কী কী সুবিধা রয়েছে জানুন-
195 টাকার প্ল্যানে মোট 300টি ফ্রি SMS দেওয়া হবে ব্যবহারকারীদের। এছাড়াও সারা মাস আনলিমিটেড কলিং এবং 2GB ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারী।

Advertise

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed