April 21, 2025 | Monday | 5:20 AM

রেশনের খাদ্য সামগ্রী অবৈধভাবে পাচারে আগে উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ

0

TODAYS বাংলা: রেশনের খাদ্য সামগ্রী অবৈধভাবে পাচারে আগে উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ । ট্রাক থেকে উদ্ধার হল ৩২৫ কুইন্টাল চাল । ওই চালের কোনও বৈধ নথি দেখাতে না পারায় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম মতিয়ার রহমান ( ৪২ ) । তার বাড়ি কোচবিহার কোতোয়ালী থানার চরকেরকুঠি এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ময়নাগুড়ি থেকে এক ট্রাক রেশনের চাল পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে । সূত্রের ভিত্তিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুরে ওৎ পেতে থাকে রাজগঞ্জ থানার পুলিশ । নির্দিষ্ট নম্বরের ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে চক্ষু চরকগাছ হয়ে যায় পুলিশের । প্রায় 5000কেজী চাল আসছিল ময়নাগুড়ির একটি গোডাউন থেকে শিলিগুড়ির খালপাড়ার উদ্দেশ্যে।খবর পেয়েই ওই ট্রাকটি আসার আগেই সেই জায়গাতে পৌছে যায় পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *